Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

১৭. সংক্ষিপ্ত হাউজকিপিং প্রশিক্ষণ এমওইউ’র
মাধ্যমে)।
১৮. হাউজকিপিং এ- লন্ড্রি অপারেশনস প্রশিক্ষণ।
১৯. ফুড এ- বেভারেজ সার্ভিস প্রশিক্ষণ।
২০. মুরগী পালন  ব্যবস্থাপনা এবং বার্ড-ফ্লু প্রতিরোধ ও জীব নিরাপত্তা বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ।
২১. বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন ফুল ও সবজি চাষ, সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থাপনা প্রশিক্ষণ।
২২. মাশরুম চাষ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন প্রশিক্ষণ।
২৩. নার্সারি, ফল গাছের বংশ বিস্তার এবং ফল বাগান তৈরী ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ।
২৪. বীজ উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ  এবং বিপণন প্রশিক্ষণ।
২৫. দুগ্ধবতী গাভী পালন ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ।
২৬. ফুড প্রসেসিং প্রশিক্ষণ।
২৭. বিউটিফিকেশন এ- হেয়ার কাটিং প্রশিক্ষণ।
২৮. আরবী ভাষা শিক্ষা প্রশিক্ষণ।
২৯. মোবাইল সার্ভিসিং এ- রিপেয়ারিং প্রশিক্ষণ।
৩০. টুরিষ্ট গাইড প্রশিক্ষণ।
৩১. শতরঞ্জি প্রশিক্ষণ।
৩২. গ্রাফিক্স ডিজাইন (ফটোসপ ও ইলাস্ট্রেটর) প্রশিক্ষণ।
৩৩.  হস্তশিল্প প্রশিক্ষণ।

     

অধিদপ্তরের শাখা ও
 উপ-শাখা সমূহ

:

ক) প্রশাসন শাখা

  • প্রশাসন
  • অর্থ ও অডিট
  • শৃঙ্খলা
  • আত্মকর্ম ও প্রকাশনা
  • আই.সি.টি
  • প্রকৌশল
  • যানবাহন
  • পত্র গ্রহণ ও প্রেরণ

 

খ) দারিদ্র বিমোচন ও ঋণ শাখা
(ঋণ কর্মসূচী ও আত্মকর্মসংস্থান সৃজন/কর্মসংস্থানে নিয়োজিতকরণ)

গ) পরিকল্পনা শাখা
ঘ) বাস্তবায়ন, মনিটরিং ও যুবসংগঠন শাখা
ঙ) প্রশিক্ষণ শাখা
চ) ইনোভেশন টিম

অধিদপ্তরের মোট জনবল

:

৬,৬০১ জন (রাজস্ব ৫,০৭৮জন + উন্নয়ন খাত ১,৫২৩ জন)

অধিদপ্তরের স্থাপনাসমূহ

:

  • শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র          ০১টি (সাভার,ঢাকা)
  • কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র     ০১টি (সাভার,ঢাকা)
  • আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র   ০৪ টি
    (ঢাকা,যশোর,সিলেট,রাজশাহী)
  • বগুড়া আঞ্চলিক যুব কেন্দ্র                ০১টি (বগুড়া)
  • যুব প্রশিক্ষণ কেন্দ্র                        ৬৩টি জেলায়
  • নির্মানাধীন যুব প্রশিক্ষণ কেন্দ্র            ০১টি জেলায়

যুবদের সংখ্যা

 

৪,৮০,২৪,১০৭ জন (২০১১সালের আদমশুমারী অনুযায়ী)

মাঠ পর্যায়ের কার্যালয় সমূহ

:

ক) জেলা কার্যালয়                       ৬৪টি
খ)  প্রশিক্ষণ কেন্দ্র                       ৬৩ টি
খ) উপজেলা কার্যালয়                  ৪৮৬ টি
গ) মেট্রোপলিটন ইউনিট থানা কার্যালয়  ১০টি

যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম

:

ক)  প্রশিক্ষণ
খ)  ন্যাশনাল সার্ভিস কর্মসূচি
গ)  দারিদ্র্য বিমোচন ও ঋণ কর্মসূচি
ঘ)  আত্মকর্মসংস্থান সৃজন কর্মসূচি
ঙ)  সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি
চ)  যুব সংগঠন তালিকাভূক্তি/রেজিস্ট্রেশন
ছ)  যুব সংগঠন অনুদান প্রদান
জ)  জাতীয় যুব পুরস্কার প্রদান
ঝ)  বিভিন্ন জাতীয়দিবস পালন
ঞ)  সরকারী বেসরকারী পার্টনারশিপের (পি পি পি) আওতায় কার্যক্রম

প্রশিক্ষণ

:

যুব উন্নয়ন অধিদপ্তরে দুই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালু আছে।

১) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচি (জেলা কার্যালয়ে অনাবাসিক ও যুব প্রশিক্ষণ কেন্দ্রে
   আবাসিক) এবং
২) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচি (উপজেলা পর্যায়ে অনাবাসিক)।

ক) প্রাতিষ্ঠানিকঃ
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আবাসিক ও অনাবাসিক এ দুই ধরণের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেডসমূহে প্রশিক্ষণের মেয়াদ ১ মাস হতে ৬ মাস। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের আওতায় আইসিটি মোবাইল ভ্যানের মাধ্যমে উপজেলা পর্যায়ে কম্পিউটার প্রশিক্ষণও প্রদান করা হয়, ট্রেডসমূহ-

১. গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ।
২. মৎস্য চাষ প্রশিক্ষণ ।
৩. পোশাক তৈরী প্রশিক্ষণ।
৪. কম্পিউটার বেসিক প্রশিক্ষণ।
৫. কম্পিউটার গ্রাফিক্স প্রশিক্ষণ।
৬. ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ।
৭. রেফ্রিজারেশন এন্ড এয়ার-কন্ডিশনিং প্রশিক্ষণ।
৮. ইলেকট্রনিক্স প্রশিক্ষণ।
৯. ব্লক প্রিন্টিং প্রশিক্ষণ।
১০. ব্লক, বাটিক ও স্ক্রিন প্রিন্টিং প্রশিক্ষণ।
১১. ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ।
১২. মডার্ন অফিস ম্যানেজমেন্ট এ- কম্পিউটার এ্যাপ্লিকেশন প্রশিক্ষণ।
১৩. সোয়েটার নিটিং প্রশিক্ষণ (এমওইউ’র মাধ্যমে)।
১৪.লিংকিং মেশিন অপারেটিং প্রশিক্ষণ (এমওইউ’র মাধ্যমে)।
১৫. মৎস্য চাষ প্রশিক্ষণ(অনাবাসিক)।
১৬. ওভেন সিউইং মেশিন অপারেটিং প্রশিক্ষণ।

 
নাম   যুব উন্নয়ন অধিদপ্তর
    যুব ভবন, ১০৮, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০
অধিদপ্তরের প্রধান নির্বাহী   মহাপরিচালক

ওয়েব সাইট

  www.dyd.gov.bd
ই-মেইল  

dg@dyd.gov.bd

যুব উন্নয়ন অধিদপ্তরের ভিশন  

 বাংলাদেশের উন্নয়ন ও গৌরব বৃদ্ধিতে সক্ষম, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন আধুনিক জীবনমনস্ক যুবসমাজ।

যুব উন্নয়ন অধিদপ্তরের মিশন  

জীবনের সর্বক্ষেত্রে যুবদের প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের প্রতিভার বিকাশ ও ক্ষমতায়ন নিশ্চিত করা।